নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সাম্প্রতিক পারফর্ম্যান্স ও পরিসংখ্যান বিবেচনায় এই সিরিজে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। সবশেষ ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যেটিও কি না এই সাগরিকাতেই হয়েছিল।
সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের মিশনে মাঠে নামতে বাংলাদেশ দল কোন একাদশ বেছে নিবে, সেই প্রশ্ন দাঁড়িয়েছে। তবে শেষ মূহুর্তে একাদশে একটা বড় পরিবর্তন আসলেও, আসতে পারে বাংলাদেশ দলে। টাইগার অধিনায়ক তামিম ইকবাল আগের দিন পুরোপুরি ফিট না থাকার বলে খেলার কথা জানিয়েছেন একাদশে।
গুঞ্জন অনুযায়ী, এই নিয়ে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে অশান্তি চলছে। কোচ হাথুরুসিংহে ও খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের গণমাধ্যমে দেওয়া এমন বক্তব্য নিয়ে অসুন্তষ্ট। ফিট না হলে, খেলার প্রয়োজনীয়তা দেখছেন না তারা। প্রথম ওয়ানডেতে সেখানে সেরা একাদশেই শেষ মূহুর্তে তাই চমক হতে পারে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের না খেলা। সেক্ষেত্রে নেতৃত্বভার পেতে পারেন লিটন দাস। তামিম না খেললে একাদশে আসতে পারেন নাঈম শেখ। ডিপিএলে পারফর্ম করে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন আবারও এই বাঁহাতি।
এদিকে একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব। সাত নম্বর পজিশনে খেলানো হতে পারে এই তরুণ ক্রিকেটারকে। সূত্র অনুযায়ী আফিফকে নেওয়ার অন্যতম কারণ হতে যাচ্ছে, ছয় বোলার না খেলানোর ‘বিলসিতা’ দেখানো। এছাড়া বিবেচনায়ও নাকি রাখা হচ্ছে এই চট্টগ্রামেই আফগানদের বিপক্ষে গেল বছর সবশেষ ওয়ানডে সিরিজে আফিফ-মিরাজের ঐতিহাসিক ১৭৪ রানের জুটির কথা। ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের বিপর্যয়ে মাত্র ৪৫ রানেই ৬ উইকেট হারানোর পর অবিশ্বাস্য এক জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তারা।
পাঁচ বোলারের একাদশে তিন পেসার নিশ্চিত। ১৫ সদস্যের দলের মধ্যে একাদশে বাইরে থাকার সম্ভাবনা তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও শরিফুল ইসলামের। তামিম খেললে একাদশে বাইরে থাকবেন নাঈম শেখও। একাদশে থাকা পেসারদের মধ্যে যদি কারো ফিটনেস বা হালকা চোট সমস্যা নিয়ে কোনো ঝুঁকি না নেয় টিম ম্যানেজম্যান্ট, তাহলে শেষ মূহুর্তে একাদশে দেখা যেতে পারে এবাদতকে।
৮ জন ব্যাটার একাদশে থাকছেন, সেটা এক প্রকার নিশ্চিত। অধিনায়ক তামিম ইকবাল বা নাঈম শেখের দুজনের একজন যদি খেলেন, তার সাথে ওপেন করতে নামবে অলিখিত সহ-অধিনায়ক লিটন দাস। এছাড়া তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম, সাতে আফিফ হোসেন ধ্রুব ও আটে থাকছেন মেহেদী হাসান মিরাজ। একাদশের বাকি তিন পেসার হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। সাকিব ও মিরাজ বিশেষজ্ঞ স্পিনারের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক)/ নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post