স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না ডেভন কনওয়ের। আঙ্গুলের চোটে ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। কনওয়ের বদলি হিসেবে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে হেনরি নিকোলসকে। তবে কনওয়ের অনুপস্থিতিতে টম ল্যাথামের সঙ্গে ওপেন করবেন উইল ইয়াং।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড কনওয়ের চোট প্রসঙ্গে বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি ম্যাচের ঠিক আগে ডেভনকে হারানো আমাদের জন্য হতাশাজনক। টপ অর্ডারে সে একজন মানসম্পন্ন ক্রিকেটার এবং আমি জানি যে, এই সিরিজটির জন্য সে মুখিয়ে ছিল।’
ওয়েলিংটন টেস্ট শুরু বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সাত টেস্টেই টানা হেরেছে নিউজিল্যান্ড। নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে কোনো টেস্টে হারাতে পারেনি তারা সেই ১৯৯৩ সালের পর। পরের এই সময়টায় ৩১ টেস্টে তাদের জয় স্রেফ একটিতে, ২০১১ সালে হোবার্টে। এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রথম টেস্টের একাদশ আগেই ঘোষণা করেছেন। উসমান খাজার সঙ্গে আবারও ওপেন করতে দেখা যাবে স্টিভ স্মিথকে।
ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়া একাদশঃ স্টিভ স্মিথ, উসমান খাজা, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post