স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় হার দেখল বাংলাদেশ। শনিবার রাতে ভারতের বিপক্ষে লড়াই জমাতে পারে নি নাজমুল হোসেন শান্তর দল। নিউইয়র্কে আগে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি পায় ভারত। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে টাইগারদের ইনিংস থামে মাত্র ১২২ রানে। ৬০ রানের বড় জয়ের স্মৃতি নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রোহিত শর্মার দল।
নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৩ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আর্শদীপ সিংয়ের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। সৌম্যকে সাজঘরে ফিরতে হয় রানের খাতা খোলার আগেই। তিনে নেমে জসপ্রিত বুমরাহর বলে চার মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন লিটন দাস। যদিও তাকে উইকেটে থিতু হওয়ার সুযোগই দেননি আর্শদীপ। অফ ফর্মে থাকা এই ডানহাতিকে আবারও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে মাত্র ৬ রানে।
নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দলের বিপদ বাড়িয়ে। চারে নেমে ব্যাটিংয়ে স্বস্তিতে ছিলেন না শান্ত। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ১০ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ। চাপের মুখে অক্ষর প্যাটেলের বলে ক্যাচ দিয়েছেন ১৩ রান করা হৃদয়। তানজিদ তামিম ১৮ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। ৪১ রানে ৫ উইকেট হারিয়ে দলের রান একশ হওয়ার আগেই অল আউটের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে টাইগারদের টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ ও সাকিব। তাদের দুজনের ব্যাটেই বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ।
২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। সাকিব আউট হয়েছেন ৩৪ বলে ২৮ রান করে। বাংলাদেশ শেষ পর্যন্ত থামে ১২২ রানে। এর আগে ব্যাট করতে নেমে ভারতকে বড় সংগ্রহ এনে দেন পান্ত ও পান্ডিয়া। ৩২ বলে ৫৩ রান করেন পান্ত। হার্দিক পান্ডিয়া মাত্র ২৩ বলে ৪০ রান করেন। এছাড়া ১৮ বলে ৩১ রান করেন সূর্যকুমার এবং ১৯ বলে ২৩ রান করেন রোহিত শর্মা। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন শরিফুল, মেহেদী, মাহমুদউল্লাহ এবং তানভীর ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post