স্পোর্টস ডেস্কঃ হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে গাব্রিয়েল জেসুস। আর্সেনালের প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন গানার কোচ মিকেল আর্তেতা। জানা গেছে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
হাঁটুর এই চোটের অনেকদিন থেকেই ভোগাচ্ছে জেসুসকে। কাতার বিশ্বকাপে এই চোটের কারণেই ছিটকে পড়তে হয়েছিল তাকে। সে সময়ে অস্ত্রোপচার করে মাঠে ফিরতে তার সময় লেগেছিল ৩ মাস। কিন্তু কিছুদিন থেকে ফের অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এবারের চোটে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর দিকে খেলতে পারেবেন না এই ব্রাজিলিয়ান ফুটবলার।
আর্সেনাল টুইট করে ২৬ বছর বয়সী জেসুসের চোটের বিষয়টি জানায়। এদিকে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, জেসুসের এবারের চোট তেমন গুরুতর নয়। তিনি বলেন, ‘জেসুস এবারের চোট আগের চোট ও অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। দুর্ভাগ্যবশত আজ সকালে সে…হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করে, কিছু সমস্যা ধরা পড়ে। এটা গুরুতর কিছু নয়, তবে মনে হচ্ছে সে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post