স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২০২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। চলতি মৌসুমে ৩৪ ম্যাচ খেলে ২৫ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। নিজে গোল করেছেন ১৭টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি। সিটির শেষ সময়ে এসে শিরোপাদৌড়ে টিকে থাকার নেপথ্যেও আছেন এই ইংলিশম্যান।
মৌসুমসেরা স্বীকৃতি পাওয়া ফোডেন বলেন, ‘এই পুরস্কার জয় আমার কাছে এমন এক অর্জন, যা নিয়ে আমি খুবই গর্বিত। প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ হিসেবে সমাদৃত। অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে মনোনীত হতে পেরে আমি আনন্দিত। সব মিলিয়ে এই মৌসুমে আমি যেভাবে খেলেছি, তাতে খুব খুশি এবং এটা ভেবে খুব আনন্দিত যে মৌসুমজুড়ে গোল করা ও গোলে সহায়তায় অবদান রাখতে পেরেছি। আমি সিটির সব স্টাফ, কোচ এবং বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারণ, তাদের ছাড়া এটা সম্ভব হতো না। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদেরও ধন্যবাদ জানাতে চাই।’
সেরার দৌড়ে ফোডেনের সঙ্গে ছিলেন তার ম্যানচেস্টার সিটির সতীর্থ আর্লি হলান্ড। মৌসুমটা দুর্দান্ত কেটেছে তারও। তাদের সঙ্গে লড়াইয়ে ছিলেন দুই আর্সেনাল সতীর্থ ডেকল্যান রাইস, মার্টিন ওডেগার্ড, চেলসির কোল পালমার, নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্ডার ইসাক, অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক। কিন্তু শেষ পর্যন্ত ভোটে সেরা নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী ফোডেন।
Discussion about this post