স্পোর্টস ডেস্কঃ খাদের কিনার থেকে উদ্ধার হলো এভারটন। অবনমনের শঙ্কায় থাকা দলটি শেষ পর্যন্ত টিকে গেল প্রিমিয়ার লিগে। মালির মিডফিল্ডার আব্দুলায়ে দুকুরের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়ে বাজিমাত করে দলটি। ম্যাচের ৫৭তম মিনিটে গোলটি করেন তিনি।
টিকে থাকতে হলে হলে বোর্নেমাউথকে হারাতে হারাতে হতো এভারটনকে। শেষ পর্যন্ত সেটাই করেছে তারা।তাতে, ৭২ মৌসুম পর অবনমনের যে শঙ্কা উঁকি দিচ্ছিল, তা এড়িয়ে হাসিমুখে মাঠ ছাড়ে দলটি। ৮ জয় ও ১২ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বর হয়ে টিকে রইল এভারটন।
এদিকে ১৬ ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ হেরেছে ম্যানসিটি। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরেছে। এদিন একাদশে বেশকিছু পরিবর্তন এনেছিল পেপ গার্দিওলা। তাদের নিয়মিত স্ট্রাইকার হালান্ডকে বিশ্রামে রেখেছিল সিটি। পুরো ম্যাচে মাত্র একজনকে বদলি নামান পেপ।
২৮ জয় ও ৫ ড্রয়ে ৮৯ পয়েন্ট নিয়ে আসর শেষ করল চ্যাম্পিয়নরা। ২৬ জয় ও ৬ ড্রয়ে রানার্সআপ আর্সেনালের পয়েন্ট ৮৪। ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের শেষ রাউন্ডে চেলসির মাঠে ১-১ ড্র করা নিউক্যাসল ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে চতুর্থ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post