নিজস্ব প্রতিবেদকঃ আক্রমণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি আবাহনী। তাতে ফর্টিজের কাছে হারল ঐতিহ্যবাহী দলটি। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১-০ গোলে হেরেছে পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নরা।
রাজশাহীতে আজ ফর্টিজ ৩৬ মিনিটে একমাত্র গোলটি পায় ইউক্রেনের ফুটবলারের সৌজন্যে। বক্সের ভেতরে গাম্বিয়ার ওমর বাদোরের পাসে ফাঁকায় ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন বাঁ পায়ের নিচু শটে দারুণ প্লেসিং করে ফর্টিজকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন।
ম্যাচের বাকি সময়ে গোল শোধের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আবাহনী। এবারের লিগের প্রথম ম্যাচে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা ফর্টিজ দ্বিতীয় ম্যাচেই উৎসবের উপলক্ষ পেয়েছে। অন্যদিকে দুই ম্যাচ খেলে জয়শূন্যই রইল আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র দিয়ে লিগ শুরু করেছিল তারা।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে গত লিগে তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি। ৫৫ মিনিটে ফয়সালের আত্মঘাতী গোল হজম করে পুলিশ। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংস অ্যারেনায় ৩-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post