স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়ে এবার শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদও। বৃহস্পতিবার রাতে সৌদি আরবে সুপারকোপার সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রিয়াল। আগের দিন বুধবার প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছিল বার্সা।
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। একের পর সুযোগ তৈরি করেও প্রথমার্ধে মায়োর্কার দেয়াল ভাঙতে পারেনি রিয়াল। ম্যাচের দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে কাটে গেরো। যোগ করা সময়ে রদ্রিগো গোজ একটি গোল করে ব্যবধান বাড়ান। রিয়ালের অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্টিন ভালজেন্টের আত্মঘাতী ভুলে।
প্রথমার্ধে গোলের উদ্দেশে ১৫টি শট নেয়া রিয়াল দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে। তবে জালের দেখা যেন মিলছিলই না। ৬৩ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান বেলিংহামে। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক, তরুণ মিডফিল্ডারের ঠাণ্ডা মাথার গড়ানো শট জড়ায় জালে।
যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে মায়োর্কা। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালজেন্ট। যোগ করা সময়ের একদম শেষদিকে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। ডান দিক থেকে ভাসকেজের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০