নিজস্ব প্রতিবেদকঃঃ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমাকে হারিয়ে ফিফা দ্যা বেস্টের পুরস্কার নিজের করে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
অবশ্য ফিফার এই পুরস্কার তার প্রাপ্যই ছিলো। একজন জীবনের ফুটবল ক্যারিয়ারে সব কিছুই যে অর্জন করেছেন তিনি। অধরা বিশ্বকাপ ট্রফি দিয়ে পূর্ণতা এনেছেন ক্যারিয়ারে। লিওনেল মেসি যে এখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তী।
রাতে প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করে। ৩০ জনের বড় তালিকা থেকে কিছু দিন আগেই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে মেসির সঙ্গী ছিলেন বিশ্বকাপের ফাইনাল খেলা কিলিয়ান এমবাপে। তার দলকে হারিয়েই শিরোপা জিতেন আর্জেন্টাইন অধিনায়ক।
করিম বেনজেমা ইনজুরির জন্য বিশ্বকাপ খেলতে না পারলেও বছর কাটিয়েছেন দারুণ ভাবে। রিয়াল মাদ্রিদের এই তারকাও ছিলেন সংক্ষিপ্তদের তালিকায়। তবে শেষ পর্যন্ত তিনিও হারলেন বিশ্বজয়ী মেসির কাছে।
ক্লাব ফুটবলে সব অর্জন করা লিওনেল মেসি কোপা আমেরিকা দিয়ে ঘুঁচান জাতীয় দলের হয়ে শিরোপার আক্ষেপ এরপর ফাইনালিসীমাও জিতে আর্জেন্টিনা। গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয় বারের মতো জিতে নেয় বিশ্বকাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post