নিজস্ব প্রতিবেদকঃ কোভিড-১৯ পরবর্তী সময়ে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের নিয়মের ৪১.৩ ধারা অনুযায়ী, কোনো ক্রিকেটার বলে লালা ব্যবহার করার ফলে আম্পায়ার চাইলে ৫ রান জরিমানা করতে পারেন। তবে সেই নিয়মের তোয়াক্কা না করে সিলেট টেস্টে বলে দুই বার লালা ব্যবহার করেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারে বলে লালা ব্যবহারের ঘটনাটি ঘটে। ওভারটির তৃতীয় ডেলিভারির আগে বলে লালা মাখাতে দেখা যায় কিউই ক্রিকেটার ফিলিপসকে। একবার নয়, দুইবার একই কাজ করেন তিনি। যদিও অন-ফিল্ড দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেলকে এ নিয়ে ফিল্ডিং দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, বিষয়টি ম্যাচ অফিসিয়ালদের জানানো হয়েছে।
ম্যাচ শেষে ফিলিপসের লালা ব্যবহার নিয়ে বাংলাদেশ দলের তারকা ব্যাটার মুমিনুল হকের কাছে জানতে চাইতেই তিনি বললেন, ‘আমি দেখিনি।’ এমন সময় পাশে থেকে ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করলেন তারা বিষয়টি দেখেছেন। শুধু তাই নয় চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। এমন সময় মুমিনুল উত্তর দিলেন, ‘এটা বড় কোনো ইস্যু না।’ সাথে সাথেই সংবাদ সম্মেলন কক্ষে থাকা কয়েকজন সাংবাদিক জানালেন, এটা প্রমাণিত হলে এবং আম্পায়ার চাইলে ৫ রান জরিমানা করতে পারেন। তাতে বাংলাদেশ বাড়তি ৫ রান পাবে। এটা শোনার পর মুমিনুল যাওয়ার আগে বলে গেলেন, ‘তাহলে এটা বড় ইস্যু!’
এদিকে ফিলিপসের লালা ব্যবহার প্রসঙ্গে জানতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’র বাংলাদেশ প্রতিনিধি যোগাযোগ করেন আইসিসির সঙ্গে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ‘মাঠের ভেতরের ঘটনাগুলো সামলানো ম্যাচ কর্মকর্তাদের ওপর নির্ভর করে এবং আমরা এসব ব্যাপারে বিবৃতি দেই না।’ অর্থাৎ অন-ফিল্ড দুই আম্পায়ার আহসান রাজা-পল রাইফেল, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও ম্যাচ রেফারি ডেভিড বুনের কোর্টে বল ঠেলে দিয়েছে আইসিসি!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post