নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবিশ্বাস্য ফর্মে তৌহিদ হৃদয়। এবারের আসর তার শুরু হয়েছিল স্বপ্নের মতো। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে চার ম্যাচের তিনটিতে ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। তাতে ১৯৫ রান করার পথে তার গড় ৬৫, স্ট্রাইক রেট ১৭০ ছুঁইছুঁই। কিন্তু এর মধ্যেই হুট করে হাজির হয় ইনজুরি। তৌহিদ তাতে ছিটকে গেছেন প্রায় দুই সপ্তাহের জন্য। শনিবার অবশ্য ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।
চোট কাটিয়ে ফিরে যে আবারও পুরোনো ফর্মে ফেরা সহজ হবে না, সেটা জানেন তৌহিদ। যদিও তাঁর আশা, শেষ থেকেই শুরু করতে পারবেন আবার। হৃদয় বলেন, ‘আমি বলতে পারছি না। তবে আমি চেষ্ট করবো আমার সেরাটা দিয়ে, যেখান থেকে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার। বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আশাবাদী যে, ভালো কিছু হবে ইন শা আল্লাহ।’
তৌহিদ আরো বলেন, ‘আমার কাছে কখনোই মনে হয়নি আমি দুর্ভাগা। কারণ আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমি মনে করি যত সময় নিয়ে জাতীয় দলে ঢোকা যায় ততই ভালো। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post