স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়েও জিততে পারল না ইন্টার মায়ামি। চোট কাটিয়ে ফিরেই দারুণ এক গোল করেন মেসি, অবদান রাখলেন আরেকটি গোলে, তার পরও জিততে পারল না মায়ামি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
চেজ স্টেডিয়ামে এমএলএসের সপ্তম রাউন্ডের ম্যাচে কলোরাডোর বিপক্ষে মেসি প্রথমার্ধের বিরতির পরে মাঠে নেমেছিলেন। সে সময়ে তার দল ১-০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের ৫৭ মিনিটে মেসি গোল করে খেলায় ১-১ সমতা টানেন। তিন মিনিট পরে লিওনার্দো আফনসোর পরে ২-১ গোলে এগিয়ে যায় মেসি বাহিনী। কিন্তু শেষ মুহূর্তে এসে আবারও সমতা আসে ম্যাচে। তাতে ড্র নিয়েই দুদলকে মাঠ ছাড়তে হয়। এ ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post