স্পোর্টস ডেস্কঃ লক্ষ্যটা মাত্র ১১৫। তাই জয়টা অনেক সহজই ছিল ভারতের জন্য। তবে এরপরও হোঁচট খেতে হয়েছে খানিকটা। যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা। তিন দিনেই দিল্লি টেস্ট জয় করেছে ভারত। এর আগে প্রথম টেস্টেও তিন দিনেই জিতেছে দলটি। এবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বোর্ডার-গাভাষ্কার সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। ম্যাচ সেরা বল হাতে দুর্দান্ত পারফর্ম করা রবীন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয়ার দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ৬ রানের মাথায় লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। এরপর ৩৩ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। দারুণ খেলতে থাকা রোহিত ৩১ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
এরপর ৩০ রানের জুটি শেষে আউট হন ২০ রান করা বিরাট কোহলি। দলীয় ৮৮ রানের মাথায় শ্রেয়াস আইয়ারের (১২) উইকেট হারায় ভারত। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পূজারা ও শ্রীকর ভরত। ৪ বাউন্ডারিতে ৩১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন পূজারা। অপরদিকে ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ৩ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ২৩ রানে অপরাজিত থাকেন ভরত।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ২টি ও টড মারফি ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে চতুর্থ দিনের সকালটা স্বপ্নের মতো হয় ভারতের। রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে অমবস্যা লাগিয়ে দিয়েছিলেন। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে জাদেজা নাকানি-চুবানি খাইয়েছেন সফরকারীদের। দিল্লি টেস্টে আগের দিন শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। দিন শেষে ভালো অবস্থানেই ছিল দলটি। ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু এদিন মাত্র ১১৩ রানে গুঁটিয়ে যায় প্যাট কামিন্সের দলের ইনিংস।
এদিন মাত্র ৫২ রান স্কোরবোর্ডে যোগ করতেই বাকি ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সকালে ব্যাট করতে নেমে দলীয় ৬৫ রানে ট্রেভিস হেডকে দিয়ে শুরু। এরপর একে একে নিয়মিত বিরতিতে বাকি উইকেট হারাতে থাকে অজিরা। জাদেজার সাথে যেখানে যোগ দেন অশ্বিন। দুজনের স্পিন ভেলকিতে নাকাল হয়ে পড়ে অতিথিরা। শেষ পর্যন্ত ৩১.১ ওভারেই অলআউট হয়ে পড়ে। যার ফলে জিততে হলে ভারতের সামনে ১১৫ রানের মামুলি লক্ষ্য এখন।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৩ রান করেন হেড। টপ অর্ডারে নামা ল্যাবুশানে ৫০ বলে ৫ বাউন্ডারিতে ৩৫ রান করেন। এর বাইরে আর কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি।
ভারতের হয়ে ১২.১ ওভার বল করে ১ মেইডেনসহ ৪২ রান খরচায় একাই ৭ উইকেট শিকার করেন জাদেজা। এটি তার টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর বাইরে ৩ উইকেট শিকার করেন অশ্বিন।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ২৬৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৬২ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post