স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের অলিভিয়ের জিরু। এই ফরোয়ার্ড অবসরের ঘোষণা দিয়েছেন সোমবার। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা জিরু অবসরের ঘোষণায় লিখেছেন, ‘শেষের সেই ভয়ংকর দিন এসে গেল: ফ্রেঞ্চ জাতীয় দলকে বিদায় বলার দিন। কোচ দিদিয়ের দেশমের তত্ত্বাবধানে আমরা অভিন্ন সত্তার একটি দল ছিলাম। উত্থান-পতন থাকলেও তিনিই (দেশম) আমাকে লা ব্লুদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ করে দিয়েছেন।’
সদ্য সমাপ্ত ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ ব্যবধানে বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে শেষবারের মতো ফ্রান্সের জার্সিতে খেলেছেন জিরু। আন্তর্জাতিক ক্যারিয়ারে ফরাসিদের হয়ে ১৩৭ ম্যাচে ৫৭ গোল করেছেন জিরু। এছাড়া গেল ১৮ বছর ধরে ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ডের পেশাদার লিগে খেলেছেন তিনি। সর্বশেষ ইতালির ক্লাব এসি মিলানে খেলেছেন এই ফরাসি তারকা। এবার ২০২৫ সাল পর্যন্ত লস অ্যাঞ্জেলসের হয়ে খেলবেন তিনি। ২০১১ সালে ফ্রান্স জাতীয় দলে অভিষেক জিরুর। আন্তর্জাতিক ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলের জয়ে জাতীয় দলের দলের জার্সিতে প্রথম গোল পান জিরু। ৩৭ বছর বয়সী জিরু ৫৭তম গোলটি পেয়েছেন গত মার্চে চিলির বিপক্ষে এক প্রীতি ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post