স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপেকে বাদ দিয়েই অলিম্পিক গেমস ফুটবলের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ফ্রান্স। প্রধান কোচ থিয়েরি অঁরি প্রথামিক স্কোয়াড ঘোষণা করেছেন সোমবার। দল ঘোষণার দিন কোচ অঁরি বলেন, সবার জন্য দরজা খোলা আছে। তবে আপাতত যাদের পাওয়া যাবে তাদের নিয়েই একটি দল সাজিয়েছেন তিনি।
অলিম্পিকে ফ্রান্সের প্রথম ম্যাচ আগামী ২৪ জুলাই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এর আগে প্যারাগুয়ে, ডমিনিকান রিপাবলিক ও জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ফরাসিরা। এদিকে গত ২২ মার্চ এমবাপে জানিয়েছিলেন, তিনি আশাবাদী নিজ দেশে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন; কিন্তু তার আশা শেষ পর্যন্ত পূরণ হচ্ছে না। কোচ অঁরির বক্তব্যে পরিষ্কার, সদ্য পিএসজি ছাড়া এমবাপেকে তাঁর নতুন ক্লাব অলিম্পিকে নাও ছাড়তে পারে। যার কারণে এই তারকা ফরোয়ার্ডকে ডাকা হয় নি ক্যাম্পে।
এদিকে এই মৌসুমে পিএসজি ছেড়েছেন এমবাপে। নতুন ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার। খুব শিগগিরই এমবাপেকে রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করাবে মাদ্রিদের ক্লাবটি। অন্যদিকে অলিম্পিকের ফুটবল ফিফার পঞ্জিকার অংশ নয়। তাই ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতেও বাধ্য নয়। রিয়ালে যোগ দিলে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরপরই অলিম্পিকে খেলতে এমবাপেকে না-ও দিতে পারে স্প্যানিশ ক্লাবটি। তাই হয়তো ফ্রেঞ্চ কোচ অঁরির দলে ডাক পান নি এমবাপে।
ফ্রান্সের ২৫ সদস্যের প্রাথমিক দল-
গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, ওবেদ এনকামবাদিও, গুইলাউম রেস্টেস, রবিন রাইজার।
ডিফেন্ডার: বাফোদে দিয়োকিতে, ম্যাক্সম এস্তেভে, ব্র্যাডলি লোকো, ক্যাসেলো লুকেবা, কিলিয়াস সিলদিলিয়া, আদ্রিয়েন ত্রাফার্ত, লেনি ইয়োরো।
মিডফিল্ডার: ম্যাগনেস অ্যাকলিউচে, ইয়োরিস চোতার্দ, ডিজায়ার দৌই, মানু কোনে, এনজো মিলোত, কেপরেন থুরাম, লেসলি উগোচুকু, ওয়ারেন জায়ার এমেরি।
স্ট্রাইকার: ব্র্যাডলি বারকোলা, আরনাউদ কালিমুয়েসদো, অ্যালেকজান্ডার ল্যাকাজেতে, জিয়ান ফিলিপ মাতেতা, মাইকেল ওলিসে এবং ম্যাথিস টেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post