স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করল ভারত। উড়তে থাকা আফগানিস্তানকে বৃহস্পতিবার বড় ব্যবধানে হারাল তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ৭ রানে ৩ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১১ রানে ইনফর্ম ব্যাটার রোহিত শর্মাকে হারায় তারা। রোহিত ১৩ বলে ৮ রান করে ফজলহক ফারুকির বলে বিদায় নেন। দলীয় ৫৪ রানে রিশভ পান্থকে এলবির ফাঁদে ফেলেন রশিদ খান। দলীয় ৬২ রানে ব্যক্তিগত ২৪ বলে ২৪ রান করে রশিদ খানের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি। দলীয় ৯০ রানে শিভম দুবেকে এলবির ফাঁদে ফেলেন রশিদ খান। ম্যাচে এটি ছিল রশিদের তৃতীয় উইকেট। ব্যাটারদের আশা যাওয়ার মাঝে পঞ্চম উইকেটে সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি গড়লে বড় লক্ষ্য দেখতে পায় ভারত। তবে দলীয় ১৫০ রানে সূর্যকুমার বিদায় নিলে ভাঙে জুটি। তার আগে সূর্যকুমার ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ঝলমলে ইনিংস উপহার দেন।
দলীয় স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ করতেই বিদায় নেন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে ২ ছক্কা ও ৩ চারে করেন ৩২ রান। শেষ দিকে অক্ষর প্যাটেলের ১২ রান ও আর্শদ্বীপের ২ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও ফজলহক ফারুকি ৩টি করে উইকেট লাভ করেন। একটি উইকেট পান নাভিন উল হক। রান তাড়ায় শুরু থেকেই ভুগেছে আফগানিস্তান। ইনিংসের প্রথম ওভারে চার-ছক্কা হাঁকানো রহমানুল্লাহ গুরবাজ দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন। বুমরাহর বলে উইকেটে পেছনে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১১ রান। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মাত্র ২ রান করে বুমরাহর শিকার হয়েছেন তিনি। তিনে নেমে ইব্রাহিম জাদরানও একই পথে হেটেছেন। তাতে ২৩ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এরপর গুলবাদিন নাইব-আজমতউল্লাহ ওমরজাইরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দল। ভারতের দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। এই পেসার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post