স্পোর্টস ডেস্কঃ ২০২৩ সালের ব্যালন ডি’অরের মঞ্চে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম। ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম সিটি থেকে বরুশিয়া ডর্টমুন্ড ঘুরে তিনি এখন রিয়াল মাদ্রিদে। আর নারী বিভাগে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি।
গত জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে যেন নতুন রূপে ধরা দিয়েছেন বেলিংহাম। শুধু মাঝমাঠে নয়, আক্রমণভাগেও হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। দলটির জার্সিতে ১৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ১৩ গোল। ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধরাবাহিকতায় এগিয়ে চলার পথে এবার ব্যালন ডি অরের মঞ্চে জিতলেন কোপা ট্রফি।
২০১৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। প্রথমবার পুরস্কারটি জেতেন কিলিয়ান এমবাপে। পরের বছর মাটাইস ডি লিখট। এরপর করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে ব্যালন ডি অরের কোনো পুরস্কারই দেয়নি ফ্রান্স ফুটবল। এরপর ২০২১ সালে পেদ্রি এবং গতবছর তার বার্সেলোনা সতীর্থ গাভি পুরস্কারটি পান। এবার রিয়াল মাদ্রিদের উঠতি তারকা বেলিংহামের হাতে উঠল এই পুরষ্কার।
এদিকে গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বোনমাতির। গত জানুয়ারিতে বার্সেলোনার হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ। এরপর এপ্রিলে লিগ শিরোপা। জুনে জিতেছেন ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের পুরস্কার-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আর গত আগস্টে স্পেনকে ফিফা বিশ্বকাপ ট্রফি জেতাতে রেখেছেন বড় ভূমিকা। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জিতেছিলেন গোল্ডেন বল।
ব্যালন ডি’অর মঞ্চে কে কোন পুরস্কার জিতছেন-
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
বর্ষসেরা নারী খেলোয়াড়- আইতানা বোনামাতি
বর্ষসেরা ক্লাব (পুরুষ)- ম্যানচেস্টার সিটি
বর্ষসেরা ক্লাব (নারী)-বার্সেলোনা
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)- এমিলিয়ানো মার্তিনেজ
জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)- আর্লিং হালান্ড
সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা)- ভিনিসিয়ুস জুনিয়র
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post