স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বদলি হিসেবে নেমে খুব বেশি প্রভাব রাখতে পারলেন না লিওনেল মেসি, তার দলও পারল না ম্যাচ জিততে।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ শুরুর একাদশে মেসিকে নামাননি মায়ামি কোচ টাটা মার্তিনো। ম্যাচের শেষ ৩০ মিনিট মাঠে নেমে কোনো জাদু দেখাতে পারেননি আর্জেন্টাইন তারকা। মেসি ছাড়াও লুইস সুয়ারেজ ও জর্দি আলবাকেও দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ। এর আগে প্রথমার্ধে লিড পেয়ে যায় মায়ামি। ম্যাচের ২৯তম মিনিট গোলটি করেন হন্ডুরাসের মিডফিল্ডার দাভিদ রুইস।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আটালান্টা। স্বাগতিকদের সমতায় ফেরান জর্জিয়ান উইঙ্গার সাবা লবজানিদজে। তিন মিনিট পরই লিওনার্দো ক্যাম্পানার গোল আবার এগিয়ে দেয় মায়ামিকে। এরপর ম্যাচের ৬১তম মিনিটে মাঠে নামেন মেসি। তবে গোল পান নি বিশ্বকাপজয়ী এই তারকা। ম্যাচের ৮৪তম মিনিটে আটালান্টাকে সমতায় ফেরান রাশিয়ান তারকা আলেক্সেই মিরানচুক। ইতালির ক্লাব আতালান্তা থেকে কিছুদিন আগেই এই ক্লাবে যোগ দেন তিনি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মায়ামি, ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। আর আটালান্টার অবস্থান ২৩তম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০