স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছে গল টাইটান্স ও কলম্বো স্ট্রাইকার্স। এই ম্যাচে দু’দলের সামনে কঠিন সমীকরণ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে গল। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে তলানিতে কলম্বো। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে গল।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেট রান রেট কোনো কাজে আসছে না। এ ম্যাচে যে জিতবে তারা কোয়ালিফায়ার খেলবে। আর যারা হারবে তারা আসর থেকে ছিটকে যাবে। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামা গলের বোলাররা দারুণ করেছে। কলম্বোকে মাত্র ৭৪ রানে অলআউট করেছে দাসুন শানাকার দল।
বল হাতে গলের সেরা বোলার তাব্রাইজ শামসি। ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই বোলার। বাংলাদেশের সাকিব আল হাসান ছিলেন বেশ হিসেবী। ৩.৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচ করে নেন ১ উইকেট। ২২ বলের মাঝে ১৫টিই ডট দিয়েছেন তিনি।
টস হেরে আগে ব্যাট করতে নামা কলম্বোর ইনিংস শুরুতে জোড়া আঘাত হানেন লাহিরু কুমারা। কলম্বোর দুই ওপেনার পাথুম নিসাঙ্কা (২) ও বাবর আজম (৬) সাজঘরে ফেরেন এই পেসারের বলে। এরপর শামসি একে তুলে নেন লাহিরু উদারা, নিপুন ধনাঞ্জয়া, নুয়ানিদু ফার্নান্দো ও মোহাম্মদ নেওয়াজের উইকেট।
উদারা ১৬ বলে ১৪, নিপুন ৯ বলে ১৩, নুয়ানিদু ১১ বলে ১৪ ও নেওয়াজ ১৫ বলে ১১ রান করেন। এরপর উইকেট উৎসবে যোগ দেন প্রসন্ন। লঙ্কান লেগ স্পিনারের সুইংয়ে কাবু হয়েছেন চামিকা করুনারত্নে, শরিফুল ইসলাম ও জেফ্রি ভ্যান্ডারসে। শেষদিকে আবার আক্রমণে এসে ইখতিখার আহমেদের উইকেট তুলে নিয়ে কলম্বোর ইনিংসের ইতি টানেন সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post