নিজস্ব প্রতিবেদকঃ প্রথম ওয়ানডেতে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত নারী দল। বাংলাদেশ নারী দলকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আর এই জয়ে ওয়ানডে সিরিজে ১-১ সমতা করল সফরকারীরা। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স উপহার দিয়েছেন ভারতের জেমিমাহ রদ্রিগেজ।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রানের বড় পুঁজি পায় ভারত। দলের পক্ষে জেমিমাহ রদ্রিগেজ ৭৮ বলে ৯ বাউন্ডারিতে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন। ৮৮ বলে ৩ বাউন্ডারিতে ৫২ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ৩৬ রান।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ২টি করে উইকেট শিকার করেন। মারুফা আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট লাভ করেন।
২২৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ৩৬ রানের মধ্যে ৩ ব্যাটার ফিরে যান। এরপর ফারজানা হকের সাথে রিতু মনির ৬৮ রানের জুটি বাংলাদেশকে পথ দেখায়। তবে দলীয় ১০৬ রানের মাথায় চতুর্থ উইকেটের পতনের মধ্য দিয়ে এই জুটি ভাঙতেই মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
দলীয় মাত্র ১২০ রানের মধ্যেই অলআউট হয়ে পড়ে বাংলাদেশ। ৪ উইকেটে ১০৬ থেকে ১২০ রানে নেই ১০ উইকেট। ২৯ ওভার থেকে ৩৬ ওভারের প্রথম বল পর্যন্ত মাত্র ১৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে হুড়মুরিয়ে ভেঙে পড়ে টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ। ৩৫.১ ওভারে অলআউট হয়ে বিশাল হার দেখতে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৮১ বলে ৫ বাউন্ডারিতে ৪৭ রান করেন টপ অর্ডার ব্যাটার ফারজানা হক। ৩ বাউন্ডারিতে ২৭ রান আসে রিতু মনির ব্যাট থেকে। এর বাইরে আর মাত্র একজন ব্যক্তিগত রানের খাতা কোনোমতে দুই অঙ্কে নিতে পেরেছেন।
ভারতের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে ৩.১ ওভারে মাত্র ৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। ৩টি উইকেট লাভ করেন দেবিকা বৈদ্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post