নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টির শুরুটা হার দিয়ে হলো বাংলাদেশের। রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি টাইগ্রেসদের উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে আজ সফরকারীরা জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। জবাব দিতে নেমে অ্যালিশা হিলি ও বেথ মুনির ফিফটিরে বড় জয় পায় অজিরা।
১২৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে-র ৬ ওভারেই ৫৪ রান করেন দলটির দুই ওপেনার হিলি ও মুনি। শেষ পর্যন্ত দুজনে অপরাজিত থেকে খেলা শেষ করেন। অজি অধিনায়ক হিলি করেন ৪২ বলে ৬৫ রান এবং ৩৬ বলে ৫৫ রান করেন বেথ মুনি। হিলির ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা, মুনি হাঁকান ৯ চার। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। তিনি ৬৪ বল খেলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ৭টি চারের মার দিয়ে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post