স্পোর্টস ডেস্ক;; স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা লড়াই করেছিলো বাংলাদেশ নারী দল। তবে টি-২০ সিরিজে কোনো লড়াই করতে পারলো না টাইগ্রেসরা। সিরিজের শেষ টি-২০ ম্যাচে নিগার সুলতানার দল ৫ উইকেটের ব্যবধানে হেরেছে। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল।
আগে ব্যাট করা বাংলাদশ অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে ১০৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৯ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুরু থেকেই চেপে ধরে ক্যারিবিয়ানরা মেয়েরা। স্বাগতিকদের দুর্দান্ত বোলিং তোপে বাংলাদেশ ব্যাট হাতে খুব একটা সাফল্য পায়নি। সাবধানী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৪ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে রানআউট হন অধিনায়ক নিগার সুলতানা। ৪৩ বলের ধীরগতির ইনিংসে দু’টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ১৬ বলে তিন বাউন্ডারিতে দ্বিতীয় সর্বােচ্চ ১৬ বলে ২১ রান করেন ওপেনার দিলারা আক্তার। ১৩ রান করেন মাসুদা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জ্যানিলিয়া গ্লাসগো তিনটি উইকেট লাভ করেন।
১০৫ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি টাইগ্রেস বোলাররা। ১৮.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিক মেয়েরা। দলের পক্ষে ২৭ রান করে অপরাজিত থাকেন সাবিকা। ২৫ বলের ইনিংসে দু’টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন জ্যানিলিয়া গ্লাসগো।
বাংলাদেশের হয়ে সুলতানা ও ফাহিমা দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র./ডেস্ক.০০