স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা পোশাকে ব্যাটিংয়ে আরো একবার ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশ। টাইগারদের নিষ্প্রাণ ব্যাটিংয়ের দিনে ৪৭ বছরের ইতিহাসেব সবচেয়ে কিপটে বোলিং করেছেন ক্যারিবিয়ান তারকা জেডেন সিলস। ১৫.৫ ওভার বোলিং করেছেন তিনি। ১০ মেডেনে মাত্র ৫ রানে টাইগারদের পাঁচ উইকেট শিকার করেছেন। তাতেই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৬৪ রানে।
বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে হাড় কিপটে বোলিং করে রেকর্ড গড়েছেন জেডেন সিলস। ওভারপ্রতি ডানহাতি ক্যারিরীয় পেসার খরচা করেছেন ০.৩১ রান। যা টেস্ট ক্রিকেটে গেল ৪৭ বছরের সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড (কমপক্ষে ৬ ওভার বল করে)।
সফরকারী বাংলাদেশকে অল্পতে অলআউট করে জবাবে দিতে নেমে ১ উইকেটে ৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে ৯৪ রানে। ৩৩ ক্রেইগ ব্রাথওয়েট ও ১৯ রানে কেসি কার্টি অপরাজিত আছেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দলীয় ২৫ রানের মাথায় ওপেনার মিকেইল লুইসের উইকেট হারায়। নাহিদ রানার বলে উইকেটরক্ষক লিটনের হাতে ক্যাচ হন তিনি। ৪৭ বলে করেন ১২ রান। এরপর উইকেটে সেট হন ব্রাথওয়েট ও কার্টি।
এর আগে বৃষ্টিভেজা প্রথম দিন শেষে দ্বিতীয় দিন ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এক পর্যায়ে বাংলাদেশ ছিল ২ উইকেটে ৮২ রানে। এরপর হঠাৎ করে পতন শুরু হয়। পরবর্তী ৩৪ বলের মধ্যে বাংলাদেশের স্কোরবোর্ড লেখা ৯৮ রানে ৬ উইকেট। দ্রুত পতন হওয়া ৪ উইকেটের ৩টিই তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করছিলেন সাদমান। তবে সতীর্থদের এই আসা যাওয়ার মিছিল দেখে যেন ধৈর্য হারিয়ে ফেলেন সাদমান ইসলামও। শামার জোসেফের বলে তিনি ব্যাট পেতে দিলে বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। ১৩৭ বলে ৫ চার আর ১ ছক্কায় তার ৬৪ রানের ইনিংসটির সমাপ্তি তাতেই। এরপর বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে।
ক্যারিবিয়ানদের হয়ে সিলস চারটি, জোসেফ তিনটি ও কেমার রোচ দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০