স্পোর্টস ডেস্ক:: টেস্ট সিরিজ শেষ। এবার শুরু হবে ওয়ানডে সিরিজ। সফরকারী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দলে পরিবর্তন এনেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগ মূহূর্তে দলটি ওয়ানডে স্কোয়াডে দু’টি পরিবর্তন এনেছে।
আগামি ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। চোটে পড়েছেন দুই পেসার ম্যাখু ফোর্ড ও শামার জোসেফ। তাদের বদলে নতুন করে দু’জনে স্কোয়াডে নেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস। চোটে পড়া ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের বদলী হিসেবে ওয়ানডে সিরিজে খেলবেন তারা। মিন্ডলির এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে তিনি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। ব্লেডস এবারই জাতীয় দলে ডাক পেলেন।
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছে ১০১ রানের বড় জয়। এবার শুরু হবে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০