স্পোর্টস ডেস্ক:: আইসিসির বেধে দেওয়া সূচি অনুযায়ী পহেলা মে’র মধ্যেই বাংলাদেশ দলের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে ১৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ১৭ সদস্যের নিয়ে ‘ক্লোজ ডোর’ ক্যাম্প করবেন। এই ১৭ জন থেকেই নির্বাচকেরা নির্ধারিত সময়ে ১৫ জনের দল আইসিসিতে পাঠাবেন।
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন মেহেদী হাসান মিরাজ, প্রাথমিক দলে এসেছেন সাইফুদ্দিন। বিশ্বকাপের জন্য দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও তানবীর ইসলাম। তানজিদ তামিম সংক্ষিপ্ত ফরম্যাটের দলে আছেন।
১৫ জনের দল আইসিসিতে পাঠালেও বিসিবি ২৫ মে’র মধ্যে কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তন করতে পারবে। তাই চূড়ান্ত দল গঠনের জন্য সময় পাচ্ছেন নির্বাচকেরা। তবে প্রাথমিক দল কেমন হয়েছে সেটা নিয়েই চলছে আলোচনা।
বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতো এবারের বিশ্বকাপ দল ব্যালেন্স ও বিশ্বমানের দল। খালেদ মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘যেই দলটা লিপু ভাইরা (গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক প্রধান) এরই মধ্যে ঘোষণা করেছেন, দারুণ ব্যালেন্স টিম। হয় তো কথা থাকতে পারে, এ নাই- ও আছে। যারা আছে তারা সবাই পারফর্মার। তারা প্রত্যেকে ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে। শুধু আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমরা আশা করি যে এই ছেলেরা বিস্ময়কর কিছু করে দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post