স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সুপার লিগে তৃতীয় হওয়া বাংলাদেশ এখন ধুঁকছে বাজেভাবে। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ পরাজয় ও ১ পরিত্যক্ত হওয়া দলটির মোট পয়েন্ট ১৫৫। ইংল্যান্ডও সমান ১৫৫ পয়েন্ট পেয়েছে। নেট রানরেটে এগিয়ে থেকে ইংলিশরা দুই নম্বরে। বাংলাদেশের পরে চার, পাঁচ ও ছয়ে আছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং দিন দিন বাজে হচ্ছে। যার ব্যাখ্যা অধিনায়ক সাকিব আল হাসানের কাছে নেই। এশিয়া কাপের সুপার ফোর থেকে বাদ পড়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের পারফরম্যান্স যদি আমি গত ছয়মাসের চিন্তা করি বিশেষ করে ব্যাটিংয়ের একটু পড়তির দিকে। সেটা ইংল্যান্ড বলেন, আফগানিস্তান বলেন, এশিয়া কাপেও। এটা ধারাবাহিকভাবে একটু নিচের দিকেই যাচ্ছে। আমরা এখন যত তাড়াতারি সম্ভব এগুলো খুঁজে বের করতে পারি কি কি জায়গায় কাজগুলো করলে আমরা ভালো ফলাফল পেতে পারি।’
সাকিব জানান, বাংলাদেশ দল বড় কোনো টুর্নামেন্টে ভালো করতে পারে নি কখনও। তিনি বলেন, ‘আমরা কোনো বড় টুর্নামেন্ট বা ইভেন্টে ভালো করিনি। আমাদের এমন কোনো ইতিহাস নেই যে… এই রকম টুর্নামেন্টে আমাদের সাফল্য যেহেতু আসেনি ওইভাবে। আপনি বলতে পারেন আমরা এশিয়া কাপে দুই তিনবার ফাইনাল খেলেছি। যদি জিততাম তাহলে আরও ভালো হতো। তার মানে এটা না যে আমরা ভালো দল না খারাপ দল। আমরা সব সময়ই একটা প্রমিজিং দল। নিয়মিত বিরতিতে আমরা ভালো করে আসছি। শেষ দুটো সিরিজে আমরা ঘরের মাঠেও হেরে গিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post