নিজস্ব প্রতিবেদক:: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে যাচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার রাতেই ঢাকা ছাড়বে টাইহগাররা। দুবাইয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুুতির জন্য অনুশীলন ক্যাম্প করবে। দুবাইয়ে টাইগারদের সঙ্গী হয়েছেন পেসার হাসান মাহমুদ, সেটি আগেই জানা গেছে। এবার জানা গেলে আরেক পেসার খালেদ আহমদও দুবাই যাচ্ছেন।
সদস্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে হাসান ও খালেদ দুর্দান্ত করেছেন। বল হাতে নিজ নিজ দলের জন্য অনেক অবদান রেখেছেন। একের পর এক উইকেটও তুলে নিয়েছেন। বিপিএলের দারুণ পারফরম্যান্স করা এই দুই পেসারকে তাই দুবাইয়ে দলের সঙ্গী করা হয়েছে।
যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে নেই পেসার খালেদ ও হাসান। দুবাইয়ে অনুশীলনে দলকে সাহায্য করবেন তারা। বাংলাদেশ দলের প্রথম ম্যাচের আগে দু’জনেই দেশে ফিরে আসবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের নাজমুল আবেদীন ফাহিম বলেন, “জাতীয় দলের সঙ্গে দুজন পেসার যাবে, হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েক দিন অনুশীলন, সেখানে থাকবে ওরা।”
বিপিএলে হাসান মাহমুদ খুলনা টাইগার্সে খেলেছেন। ১৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। চিটাগাং কিংসকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছেন আরেক পেসার খালেদ। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি।
ইতিমধ্যে দুই পেসার বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বিপিএলের পরপরই ঢাকায় টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০