নিজস্ব প্রতিবেদকঃ চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। এই পেসারের পরিবর্তে হাসান মাহমুদকে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সাকিবের ছিটকে যাওয়ার বিষয়টি রোববার নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার। লিপু বলেছেন, ‘দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে (তানজিম) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়।’
এদিকে দলে ফেরা হাসান ২২ ওয়ানডের ক্যারিয়ারে ৩২.১০ গড়ে নিয়েছেন ৩০ উইকেট। তবে সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের দুই সিরিজের কোনোটিতেই শুরুতে নেওয়া হয়নি তাকে। নিজের সবশেষ ৬ ওয়ানডেতে ৪৮.৬৬ গড় ও ৬.৭৯ ইকোনমিতে তার শিকার ৬ উইকেট। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াই। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা টানে লঙ্কানরা।
শেষ ওয়ানডের দলে হাসানকে যুক্ত করা হলেও সাকিবের বদলে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে দর্শক হয়েই ছিলেন অভিজ্ঞ এই পেসার। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে গত বছরের ডিসেম্বরে সীমিত ওভারের সিরিজে খেলার পর জায়গা হারিয়েছিলেন হাসান। এরপর বিপিএলে আশানুরূপ পারফর্মেন্স করতে পারেন নি। তবে এবারের ঢাকা লিগে প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের হয়ে ১০ ওভারে স্রেফ ১৫ রানে ৪ উইকেট নেন তিনি। এখন তাকে দলে ফেরার পথ তৈরি করে দিল সাকিবের চোট।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post