স্পোর্টস ডেস্ক:: কানপুরের মতো গোয়ালিয়রে বাংলাদেশ-ভারতের প্রথম টি-২০ ম্যাচেও হামলার হুমকি দিয়ে রেখেছে স্থানীয় ধর্মীয় সংগঠণ হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষজনের উপর হামলা হচ্ছে, এই প্রতিবাদে হিন্দু মহসভার স্থানীয় কর্মীরা গোয়ালিয়রে প্রথম ম্যাচ বন্ধের দাবি জানিয়ে আসছেন। তবে বিসিসিআই তাদের দাবিকে পাত্তা না দিয়ে ম্যাচ আয়োজনের পথেই এগুচ্ছে। যেভাবে কানপুরেও হুমকির মুখে টেস্ট ম্যাচ আয়োজন হয়েছে।
মধ্য প্রদেশের গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচের ভেন্যু। ইতি মধ্যে ম্যাচ ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ দল। অনুশীলনও করেছে টাইগার ক্রিকেটাররা। কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রথম দিনের অনুশীলন হয়েছে বাংলাদেশ দলের।
ম্যাচটি নির্বিঘ্নে আয়োজন করতে স্থানীয় পুলিশ প্রশাসন ৫ হাজার পুলিশ সদস্য নিয়োগ করেছেন নিরাপত্তায়। যারা মাঠ, অনুশীলন ভেন্যু ও টিম হোটেলে নিরাপত্তার কাজ করছেন। হামলার হুমকিসহ প্রতিবাদ মূলক নানা কাজে জড়িত থাকায় স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে ১৯জনকে। যারা হিন্দু মহাসভাসহ অন্যান্য ধর্মীয় সংগঠনের সদস্য।
স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা পূলিশ কর্মকর্তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন। বাংলাদেশের একজন সাংবাদিককে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বললেন, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) নতুন মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম শহর খেকে বেশ বাইরে অবস্থিত। ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির নির্মাণ এখনো শেষ হয়নি। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে এই মাঠ। স্থানীয় প্রশাসনের তাই ব্যস্ততার শেষ নেই ম্যাচকে ঘিরে।
শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন সন্ধ্যায় ভারত অনুশীলন করবে। শুক্রবার ও শনিবারও অনুশীলন সেশন আছে টাইগারদের। এরপর রোববার মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। দুই দলের ক্রিকেটাররা কড়া নিরাপত্তা ব্যবস্থায় আছেন।
টিম হোটেল থেকে ক্রিকেটারদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এমনি স্টেডিয়াম এলাকায়ও ক্রিকেটারদের একা ঘুরতে মানা আছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের বিপুল সদস্যও ম্যাচটি নির্বিঘ্নে আয়োজনের জন্য দায়িত্ব পালন করছে। স্থানীয় প্রশাসন আশা করছে সুষ্টু ভাবেই ম্যাচটি শেষ হবে। হিন্দু মহাসভা কোনো অপ্রীতিকর কাণ্ড ঘটাতে পারবে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০