নিজস্ব প্রতিবেদক:: বৈশ্বিক আসরে ভারত মানেই বাড়তি সুবিধা। আইসিসির আলাদা খাতির-যত্ম। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আইসিসির ভারত প্রেম থাকলো। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে। তার আগেই আইসিসি ‘বিতর্কিত’ ঘটনার জন্ম দিলো।
ম্যাচের আগের দিন বাড়তি সুবিধা পেলো ভারত। বাংলাদেশকে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারত টিকই ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে। ম্যাচের আগের দিন ম্যাচ আমেজে অনুশীলন সেরেছে মূল ভেন্যুতে।
অথচ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে অনুশীলনের জন্য পাঠায় একাডেমি মাঠে। দুবাইতে আইসিসির একাডেমি মাঠেই বাংলাদেশ দল নিজেদের প্রস্তুুতি সেরেছে। অথচ ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করা, পরিবেশ-পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মতো বিষয় ছিলো। সেখানে ভারত টিকই ম্যাচ ভেন্যুতে দীর্ঘ সময় অনুশীলন করেছে।
ভারতের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পর্যন্ত বদল করেছে আইসিসি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিলো পাকিস্তান। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। তারা দুবাইতে নিজেদের ম্যাচ খেলতে চায়। আইসিসিো তাদের সন্তুুষ্টি মতো দুবাইতেই রেখেছের ভারতের সব ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সবগুলো দল এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে ম্যাচ খেললেও ভারত দুবাইতে খেলবে নিজেদের সব ম্যাচ। এমনকি দলটি সেমিফাইনাল, ফাইনালে গেলেও তাদেরকে ট্রাভেলিং করতে হবে না। এতোসব সমালোচনার মধ্যেও আইসিসি বাংলাদেশ ম্যাচের আগের দিন বাড়তি সুযোগ-সুবিধা দিলো রোহিত শর্মার দলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০