স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বড় হার দেখল শ্রীলঙ্কা। নিউ ইয়র্কে সোমবার আগে ব্যাট করে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় তারা। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার জয় ৬ উইকেটের বড় ব্যবধানে। লঙ্কানরা আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে আগামী শনিবার ভোরে। যেটি টাইগারদের প্রথম ম্যাচ।
সোমবার শ্রীলঙ্কার দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। ৬ ওভারের পাওয়ার প্লেতে তারা মাত্র ২৭ রান তুলতে পারে ২ উইকেট হারিয়ে। রিজা হেনড্রিকস ২ বলে ৪ আর এইডেন মার্করাম ১৪ বলে আউট হন ১২ করে। কুইন্টন ডি ককের মতো মারকুটে ব্যাটারও খেলেছেন টেস্ট মেজাজে। ২৭ বলে তিনি করেন ২০। ত্রিস্টান স্টাবসের ব্যাট থেকে আসে ২৮ বলে মাত্র ১৩।
১৩তম ওভারে ৫৮ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হেনরিখ ক্লাসেন আর ডেভিড মিলার। ক্লাসেন ২২ বলে ১৯ আর মিলার ৬ বলে ৬ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ রান দিয়ে নেন ২টি উইকেট। এর আগে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা। প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা।
দলীয় ১৩ রানে পাথুম নিসাঙ্কাকে হারিয়ে উইকেট পতনের শুরু। পাওয়ারপ্লেতেও ধুঁকতে থাকা লঙ্কানরা নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। কুশল মেন্ডিস ১৯ ও কামিন্দু মেন্ডিস ১১ রান করে বিদায় নিলে বাকিদের জন্য দুই অঙ্কে পা রাখা হয়ে ওঠে দুঃসাধ্য ব্যাপার। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলে শেষ আশাটুকুও হারিয়ে ফেলে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। শেষপর্যন্ত ১৯.১ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা, যা এই ফরম্যাটে দলটির সবচেয়ে কম দলীয় সংগ্রহ। প্রোটিয়াদের পক্ষে অ্যানরিখ নরকিয়া চারটি এবং কাগিসো রাবাদা ও কেশব মহারাজ দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পান ওটনিল বার্টম্যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post