নিজস্ব প্রতিবেদকঃ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আসছেন বাংলাদেশ সফরে। তাকে নিয়ে আসছে নেক্সট ভেঞ্চার নামের এক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটির একটি অনুষ্ঠানে যোগ দিবেন মার্টিনেজ। সেখানে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজার সাথে সাক্ষাৎ করবেন মার্টিনেজ।
এই বিষয়টি নিশ্চিত করে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে নেক্সট ভেঞ্চার কর্তৃপক্ষ। ১১ ঘন্টার সফরে সোমবার ভোরে ঢাকায় পা রাখবেন মার্টিনেজ। এরপর হোটেলে বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। ব্রান্ডিং প্রমোশনের জন্য ইন্টারভিউ সেশন, ফটোসেশনে অংশ নিবেন।
ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে অতিথি হিসেবে মার্টিনেজের সাথে থাকবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তাজা। এছাড়াও থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন মার্টিনেজ। এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে মার্টিনেজের। বাংলাদেশে নিজের কার্যক্রম শেষে বিকাল পৌনে পাঁচটার এক ফ্লাইটে ঢাকা ত্যাগ করে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন মার্টিনেজ।
বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপে নিজ দেশ আর্জেন্টিনায় সমর্থন দেওয়ায় মুগ্ধ হয়ে নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন মার্টিনেজ। মূলত মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনি প্রথম কলকাতার বললেও, মার্টিনেজ নিজে থেকেই বাংলাদেশ নিয়ে আগ্রহ দেখায়। যার জন্যই এই সফর। তবে সমর্থকদের জন্য কোনো অনুষ্ঠান থাকছে না বাংলাদেশে। আগামী ৪ ও ৫ জুলাই কলকাতায় একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মার্টিনেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post