স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করল স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। অধিনায়ক রিচার্ড বেরিংটনের সঙ্গে এই দলে আছেন জর্জ মুনসির মতো অভিজ্ঞরা। দলে ফিরেছেন অ্যালাসডেয়ার ইভান্স এবং আদ্রিয়ান নেইল।
আগামী জুনের ১৮ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। যা চলবে জুলাই পর্যন্ত। জিম্বাবুয়ের তিন ভেন্যুতে হওয়ার কথা ম্যাচগুলো। এখানে খেলবে মোট ১০টি দল। স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে দুটি জায়গার জন্য লড়াই করবে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, উইন্ডিজ, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
বাছাই পর্বের ফাইনালিস্ট দু’দল সরাসরি জায়গা করে নেবে ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। এদিকে গত ফেব্রুয়ারিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু’য়ের শিরোপা জেতা স্কটল্যান্ড স্কোয়াডের বেশিরভাগই ধরে রেখেছে। তারা নেপালে সর্বশেষ খেলা দল থেকে দুটি পরিবর্তন করেছে।
স্কটল্যান্ড স্কোয়াড-
রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, অ্যালাসডেয়ার ইভান্স, ক্রিস গ্রেভস, জ্যাক জারভিস, মাইকেল লিস্ক, টম ম্যাকটিঙ্কস, ক্রিস ম্যাকব্রাইড, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসী, আদ্রিয়ান নেইল, সাফায়ন শরিফ, ক্রিস সোল, হামজা তাহির এবং মার্ক ওয়াট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post