স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন অফ ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকার। তাঁর জায়গায় টাইগার টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে জাকের আলী অনিককে। আজ বিশ্বকাপ অভিষেক হতে চলেছে এই উইকেটকিপার ব্যাটারের। এদিকে অপরিবর্তিত আছে দক্ষিণ আফ্রিকা দল।
সোমবার নিউইয়র্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাইডেন মার্করাম। এদিকে চলতি বিশ্বকাপে নিউইয়র্কের মাঠে এরই মধ্যে দুই ম্যাচ খেলে দুটিই জিতেছে প্রোটিয়ারা। দুই ম্যাচের একটিতেও রান হয়নি তেমন। দক্ষিণ আফ্রিকার পেসের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ব্যাটাররা। টানা দুই জয়ে সুপার এইটের পথে অ্যাইডেন মার্করাম-কুইন্টন ডি ককরা।
এদিকে চলতি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টসে জেতা দল শুরুতে ফিল্ডিং নেবেন এটাই যেন অবধারিত হয়ে আসছিল। তবে আজ ব্যত্যয় ঘটালেন প্রোটিয়া দলপতি মার্করাম। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মার্করামের মতে, রান তাড়া এখানে বেশি কঠিন। অবশ্য একই মাঠে গতকাল (রোববার) ভারতের বিপক্ষে ১২০ রানের টার্গেট তাড়া করতে পারেনি পাকিস্তান। আজও একই পিচে খেলা হচ্ছে। গতকাল পাকিস্তান হেরেছিল ৬ রানে।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও ওটনিল বার্টম্যান।
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post