স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন দেশটির সাবেক ক্রিকেটার মঈন খান। চলতি বিশ্বকাপে ভারতের সঙ্গে পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করতেই ব্যর্থ হয়। সেই ম্যাচে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ভারতের বিপক্ষে সঠিক পথ ধরেই দলকে এগিয়ে নিচ্ছিলেন। ১৫৫ রানে দুই উইকেট হারানো দলটি আকিস্মকভাবে খেই হারিয়ে ফেলে এবং মাত্র ১৯১ রানেই অলআউট হয়ে যায়। জবাবে অধিনায়ক রোহিত শর্মার ৮৬ রানে ভর করে প্রায় ২০ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্য পুরণ করে ভারত। সেটারই তোপ গিয়ে পড়ছে বাবরের ওপর।
পাকিস্তানের ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল ‘এ’ স্পোর্টসে মঈন বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় বাবরের খেলার কৌশল দেখে মনে হয়নি ওর স্বাভাবিক খেলাটা খেলছে। (ফিফটি করতে) ওর ৫৮ বল লেগেছে। ৪১ রানে পাকিস্তান প্রথম উইকেট হারিয়েছিল। এরপর সে যখন ব্যাটিংয়ে নামল, তখন পিচের অবস্থা খুব ভালো ছিল। ওর উচিত ছিল আরেকটু আক্রমণাত্মক ব্যাটিং করে রানপ্রবাহ বজায় রাখা। এ ধরনের ব্যাটিং পুরো দলের মধ্যে প্রতিফলিত হয়। তাই অধিনায়ক নিজেই যখন তার শটগুলো খেলতে ভয়, সেটা দলের অন্যদের মধ্যেও একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post