স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমের প্রথম এবং শেষ জয় তুলে নিয়েছে রয়্যাল অ্যান্টওয়ার্প। গত রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল দু’দল। গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় ঘণ্টা বেজে যাওয়া অ্যান্টওয়ার্প শেষটা করল স্মরণীয় জয়ে। বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
ম্যাচ হারলেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে বার্সা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে জাভি হার্নান্দেজের দল। বার্সার গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করা আরেক দল পোর্তো। শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে বুধবার রাতে শাখতার দোনেস্ককে ৫-৩ গোলে হারিয়েছে তারা। বার্সার সমান ১২ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের রানার আপ পোর্তো।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে ধাক্কা খায় বার্সা। দ্বিতীয় মিনিটে আর্থুর ভেরমিরেনের গোলে এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। এই গোলে অবশ্য বার্সেলোনার রক্ষণের বোঝাপড়ার ভুলই বেশি। ওরিওল রোমেউয়ের উদ্দেশে গোলরক্ষক ইনাকি পেনা একটু জোরেই পাস বাড়িয়েছিলেন, স্প্যানিশ মিডফিল্ডার তা দিতে যান আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের কাছে, কিন্তু এর মাঝেই বলের নিয়ন্ত্রণ নিয়ে বসেন ভেরমিরেন। আচমকা পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এই বেলজিয়ান ফরোয়ার্ড।
৩৫ মিনিটে প্রথম গোছালো আক্রমণ থেকে জালের দেখা পেয়ে যায় বার্সা। সমতায় ফেরানোর গোলটি করেন ফেররান তরেস। তরুণ লামিনে ইয়ামালের পাস ধরে তরেস বল জালে পাঠান। ৫৬ মিনিটে অবশ্য ফের এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। নির্ধারিত সময়েও এগিয়ে ছিল তারা। কিন্তু যোগ করা সময়ের এক মিনিটে মার্ক গুইয়ুর গোলে সমতায় ফেরে বার্সা। কিন্তু পরের মিনিটে গোল করে ৩-২ গোলে জয়ের আনন্দে মাতে অ্যান্টওয়ার্প। বেলজিয়ামের এই দলকে ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অবিশ্বাস্য এক জয় তুলে নিল অ্যান্টওয়ার্প। গ্রুপ পর্বে টানা পাঁচ হারের পর জয় পেল তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post