স্পোর্টস ডেস্কঃ নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের নাম ঘোষণা করল বার্সেলোনা। জাভি হার্নান্দেজকে সরিয়ে এই জার্মান কোচকে ২ বছরের নিয়োগ দিয়েছে কাতালান ক্লাবটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বায়ার্ন মিউনিখের ট্রেবলজয়ী কোচ ছিলেন ফ্লিক। ২০২১ সালে জার্মানির জাতীয় দলের দায়িত্বও তুলে দেয়া হয় তাকে। তবে তার অধীনে দলের ব্যর্থতার পর বরখাস্ত করা হয় এই কোচকে। এরপর আর নতুন করে কোনো দলের দায়িত্ব নেননি তিনি।
এর আগে গত শুক্রবার (২৪ মে) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বরখাস্ত করা হয়েছে জাভিকে। মৌসুমের মাঝপথে একবার কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন সাবেক স্প্যানিশ তারকা। তবে সেবার অনেক অনুরোধ করে তাকে রেখে দেয় ক্লাব কর্তৃপক্ষ। মৌসুম শেষে সিদ্ধান্ত পরিবর্তন করে ক্লাব।
সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শুক্রবার বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার আদেশে একটি সভা ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবটির সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভি। এই সভায় আলোচনার ভিত্তিতে জাভিকে বিদায় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, ক্লাব কর্তৃপক্ষের বিরাগভাজন হয়ে ওঠায় কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে জাভিকে।
Discussion about this post