স্পোর্টস ডেস্ক:: কাদিজকে হারিয়ে রিয়াল মাদ্রিদ আগেই নিজেদের কাজটা সেরে রাখে। রাতের অন্য ম্যাচে জিরোনা বার্সেলোনাকেও হারিয়েছে। তাতেই চার ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের।
৩৬তম শিরোপা জয়ের জন্য শনিবার রিয়ালের প্রয়োজন জয় ছিলো জয়, কাদিজকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজ শেষ রাখে দলটি। এরপর বাকী ছিলো জিরোনার কাছে বার্সেলোনার হার। জাভির দল ৪-২ গোলে হেরেছে। তাতেই কার্লো আনচেলত্তির দলের শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে।
বার্সাকে হারিয়ে জিরোনা সেরা চারে উঠেছে। তাতে করে দলটির আগামি চ্যাম্পিয়ন্স লিগও নিশ্চিত হয়েছে। বার্সাকে হারিয়ে রিয়ালের শিরোপা জয় নিশ্চিত করা জিরোনার ৩৪ ম্যাচে পয়েন্ট ৭৪। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। ফলে আগামী মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করেছে জিরোনা। সমান ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৮৭। তিনে থাকা বার্সার সমান ম্যাচে ৭৩ পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post