স্পোর্টস ডেস্কঃ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রোববার সকালে মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনা ও জুভেন্টাস। তবে এই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। বার্সেলোনার ১৪ খেলোয়াড় অসুস্থ হওয়ায় ম্যাচটি বাতিল করেছে কাতালান ক্লাব। যুক্তরাষ্ট্রে জুভেন্টাস ম্যাচ ছাড়াও আরো তিন ম্যাচ খেলবে জাভি হার্নান্দেজের দল। তিনটি ম্যাচে কাতালান ক্লাবে প্রতিপক্ষ আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও মিলান।
বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ বলেছে, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে, লেভি স্টেডিয়ামে জুভেন্টাসের বিপক্ষে সকার চ্যাম্পিয়নস ট্যুরের আজকের ম্যাচটি বাতিল করা হয়েছে। দলের উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এই মুহূর্তে আমাদের একমাত্র চাওয়া খেলোয়াড়েরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা খেলোয়াড়, দল এবং সমর্থকদের জন্য কঠিন সময়।’
যুক্তরাষ্ট্র সফরে বার্সার মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি ৩০ জুলাই। সেদিন এল ক্লাসিকোয় মুখোমুখি হবে স্পেনের দুই পরাশক্তি। বার্সা পরের ম্যাচ খেলবে আর্সেনালের বিপক্ষে ২৭ জুলাই। আর লা লিগা চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্র সফর শেষ করবে ইতালির আরেক দল এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হয়ে। ম্যাচটি হবে ২ আগস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post