স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। গত রাউন্ডে গ্রানাডার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা কাতালানরা এবার জিতেছে সেল্টা ভিগো ম্যাচে। শনিবার রাতে শেষের নাটকে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। জোড়া গোল করেছেন বার্সার তারকা ফুটবলার রবার্ত লেভানডফস্কি।
ম্যাচের পর বার্সেলোনা কোচ জাভির প্রতিক্রিয়াতে ফুটে উঠল মিশ্র অনুভূতি। জয়ে তিনি খুশি হলেও জয়ের ধরনে খুব সন্তুষ্ট নন। জাভি বলেন, ‘প্রথমার্ধে দল ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা ভুগেছি সমন্বয়ের ঘাটতির কারণে। বিশেষ করে, গোলটি আমরা হজম করেছি মনোযোগ ধরে রাখতে না পারায়। গোটা ম্যাচেই আমরা রক্ষণে ভালো করেছি। কিন্তু ওই মুহূর্তটি ছিল হতাশানজক। তারা কাজে লাগিয়েছে। তবে তিন পয়েন্ট আমাদেরই প্রাপ্য ছিল।’
এক ম্যাচ পর লা লিগায় জয়ের স্বাদ পেল বার্সেলোনা। ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তারা তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে রিয়াল ও ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post