স্পোর্টস ডেস্কঃ লা লিগায় গত রাতে অসংখ্য সুযোগ হারিয়ে হোঁচট খেয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে জিততে পারে নি তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন জাভি হার্নান্দেজের দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিন দিন আগে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের মাঠে ৩–২ গোলে হেরেছিল বার্সা। এর আগে লা লিগার এবারের মৌসুমের চমক জিরোনার কাছে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছিল ৪–২ ব্যবধানে। এবার ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে কাতালানরা।
পয়েন্ট হারালেও দল সঠিক পথে আছে বলেই মনে করেন বার্সা কোচ জাভি। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকায় বাড়ছে দুর্ভাবনা। তবে সাবেক এই মিডফিল্ডার হতাশ হলেও খুব বেশি চিন্তার কিছু দেখছেন না। জাভি বলেন, ‘আমরা সঠিক পথে আছি। গোলের সুযোগগুলো ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল। আমরা একটি পয়েন্ট পেয়েছি, তাতে আমরা হতাশ, তবে আমরা উন্নতি করব।’
ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় স্বাগতিকদের বিপক্ষে বার্সা ৫৫ মিনিটে গোল করে। জোয়াও ফেলিক্স রাফিনিয়ার ক্রস থেকে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন। ফাঁকায় দাঁড়িয়ে থাকা এই পর্তুগিজের গোলে পাওয়া লিড অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নি জাভির দল। ৭০ মিনিটে ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার হুগো গুইলামনের গোলে ১-১ সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুদল।
১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে এবারের মৌসুমে চমক দেখানো জিরোনা। ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post