স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে সম্ভাব্য সব চেষ্টাই করেছে আইসিসি। এক ভেন্যুতে তিন ম্যাচের পর সেমিফাইনাল থেকে সরাসরি ভারতকে ফাইনালে নিতে রিজার্ড ডেও রাখা হয়নি।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে ছিলো। যাতে করে বৃষ্টির কারণে প্রথম দিন ম্যাচ না হলে রিজার্ভ ডেতে যেনো ম্যাচ হয়। তবে রিজার্ভ ডের প্রয়োজন পড়েনি। আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।
দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে রাখা হয়নি রিজার্ভ ডে। রিজার্ভ ডে না থাকার কারণে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে সরাসরি ভারত ফাইনাল খেলতে পারতো। কারণ আইসিসি এই সেমির জন্য নিয়ম করে ম্যাচ না হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা দল ফাইনালে যাবে। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে এসেছিলো।
ম্যাচের আগে মূল ম্যাচ ভেন্যুর সেন্ট্রাল উইকেটে অনুশীলন থেকে শুরু করে স্টেডিয়ামের পাশেই টিম হোটেল, সবই পেয়েছে ভারত। তাই অনেকেই আইসিসির সমালোচনা করছেন। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম জানালেন, বিগ থ্রি নয়, ভারত একাই নিয়ন্ত্রণ করছে আইসিসিকে। পাকিস্তানের টিভি চ্যালে নিউজ২৪-এর একটি অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার বলেন, ‘আপনি যদি দুটি সেমিফাইনালের দিকে তাকান, দেখা যাবে একমাত্র ভারত ম্যাচেই রিজার্ভ ডে নেই। কারণ একটাই; ভারত সমস্ত ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে। কোনো কারণে বৃষ্টিতে খেলা বাতিল হলেই যাতে ভারতকে ফাইনালে তোলা যায়। এই কারণে প্রত্যেক ম্যাচের জন্য আলাদা আলাদা নিয়ম। ’
শুধু বিশ্বকাপ নয়, সাবেক এই পাক ক্রিকেটার পেছনেও ফিরে যান। এশিয়া কাপের কথা স্মরণ করে বলেন, ‘পাকিস্তান যখন এশিয়া কাপে শক্ত পজিশনে ছিল, সেই সময় হঠাৎ করেই রিজার্ভ ডে নিয়ে আসা হল। ভারতের হাতে এত ক্ষমতা রয়েছে যে এমনকি ইংল্যান্ড-ও তাদের সঙ্গে পেরে উঠছে না। ক্রিকেটকে স্রেফ একটা শক্তিই চালিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেটে আর বিগ থ্রি নেই। রয়েছে কেবল ওয়ান ফোর্স। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post