স্পাের্টস ডেস্ক:: ইমরুল কায়েস টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছেন। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচ খেলেই প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন প্রিয় মিরপুরের হোম অব ক্রিকেটে।
খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ সম্মাননা জানিয়েছে ইমরুল কায়েসকে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইমরুলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। এসময় উপস্থিত ছিলেন বিসিবির আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, ম্যাচ রেফারি দেবব্রত পাল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, বিসিবির সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু প্রমুখ।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান ইমরুল। ফেসবুকে ভিডিও বার্তার ক্যাপশনে লিখেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’
ইমরুল কায়েসের ফেসবুক পেজের পোস্টে এ ক্যাপশন দেখেই বিষয়টি আন্দাজ করে নেওয়া যায়। টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্যাপশনের সঙ্গে ভিডিও বার্তায় ক্লিক করে জানা গেল আরও বিশদ, আগামী শনিবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরুল।
ভিডিও বার্তায় মিরপুরের গ্যালারিতে বসে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে চাচ্ছি। আমি খুব শিগগিরই আমার ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ বাংলাদেশ দলের ড্রেসিংরুমে বসে ইমরুল এরপর বললেন, ‘আমি আগামী ১৬ নভেম্বর (শনিবার) আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণির ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের, (ক্যারিয়ারের) ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
তবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ও টি-২০ ফরম্যাট নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। অর্থাৎ বুঝাই যাচ্ছে সাদা বলের ক্রিকেট এখনো চালিয়ে যাবেন ইমরুল কায়েস। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ইমরুল। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেনে দিবারাত্রির সেই টেস্টই হয়ে থাকলো তার শেষ টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০