স্পোর্টস ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন জিমি নিশাম। তাই জাতীয় দলের সিরিজে এই অলরাউন্ডারকে রাখা হয়নি। চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
আসন্ন এই সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘোষিত দলে নেই বিপিএলে থাকা নিশাম। এছাড়া মাইকেল ব্রেসওয়েলও নেই। তবে তিনি চোটের কারণে ডাক পান নি দলে। তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ড ডেকেছে ট্রেন্ট বোল্টকে। এছাড়া ডাক পেয়েছেন জশ ক্লার্কসন।
আগামী ২১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি হবে। যার শুরুটা হবে ওয়েলিংটনে। পরের দুই টি-টোয়েন্টি হবে অকল্যান্ডে। টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশীর। এদিকে কিউই সফরের দল আগেই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলঃ মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট (২ ও ৩ নম্বর ম্যাচ), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি (১ নম্বর ম্যাচ)।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল- মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post