স্পোর্টস ডেস্ক:: বিপিএলের টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন টিকিট বুথে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারকাবহুল দল ফরচুন বরিশাল। তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
দেশীয তারকা থেকে শুরু করে পাকিস্তানী তারকা ক্রিকেটারও খেলছেন দলটিতে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের ফরচুন বরিশালে খেলছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদী। ম্যাচে এই দলের ম্যাচ থাকলেই দর্শকদের চাহিদা থাকে টিকিটের জন্য।
ম্যাচটির টিকিট কিনতে সকাল থেকেই মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে টিকিটের জন্য ভীড় জমান সমর্থকেরা। টিকিট না পেয়ে এক পর্যায়ে তার বিক্ষুব্ধ হয়ে উঠেন। মিছিলে মিছিলে উত্তাল করে তুলেন স্টেডিয়াম এলাকা।
বিক্ষুব্ধ সমর্থকেরা একটা পর্যায়ে টিকিট বিক্রয় বুথে আগুন ধরিয়ে দেন। যদিও সেই আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০