স্পোর্টস ডেস্ক:: বিপিএল খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার। আলোচিত-সমালোচিত চলমান বিপিএলে দুর্দান্ত ফার্ম করছেন পাকিস্তানের ফাহিম আশরাফ, খুশদিল শাহ ও উসমান খানরা। বিপিএলে আলো ছড়িয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন এই ক্রিকেটাররা।
প্রায় বছর খানেক থেকে জাতীয দলের বাইরে থাকা ফাহিম আশরাফ বিপিএলে দুর্দান্ত করেছেন। ফরচুন বরিশালের হয়ে খেলা এই ক্রিকেটার দ্বিতীয় সর্বোচ্চ ২০টি উইকেট শিকার করেছেন তিনি। সাত রানে পাঁচ উইকেটও তুলে নিয়েছেন এক ইনিংসে। চার-ছক্কার টি-২০ ক্রিকেটে তার বোলিং ইকোনমিক ছিলো ৭.১২। এমন পারফর্মারকে তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বাইরে রাখেননি পাকিস্তানের নির্বাচকেরা।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত করছেন খুশদিল শাহ। রাইডার্সদের বিপিএল জুড়ে টানছেন তিনি। দশ ম্যাচে ৫৯’র বেশি গড়ে ২৯৮ রান তুলেছেন এখ পর্যন্ত। দুই ফিফটির সঙ্গে স্ট্রাইকরেট ১৭৫.২৯’র বেশি। সঙ্গে বল হাতেও দুর্দান্ত তিনি। ১৭ উইকেট নিয়ে যৌথ ভাবে তৃতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন এখ পর্যন্ত। পাকিস্তানের নির্বাচকেরা ভরসা রেখেছেন তার উপরও।
ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন পাকিস্তানের উসমান খান। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্যাটার বিপিএলে সেঞ্চুরিও করেছেন। আছে দুই হাফ সেঞ্চুরিও। চিটাগাং কিংসকে ব্যাট হাতে টানছেন তিনি। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩৫.৬২ গড় ও ১৬৭.৬৪ স্ট্রাইক রেটে ২৮৫ রান করেছেন চিটাগং কিংসের এই ব্যাটসম্যান।
টি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতের আপত্তির কারণে পিসিবি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে কয়েকটি ম্যাচ। করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টে পথচলা শুরু করবে সবশেষ আসরের চ্যাম্পিয়নরা। তার আগে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফাখার জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা (সহ-অধিনায়ক), উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।