স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামী আসরেও দেখা যাবে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে। গতবারের মত আগামী আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এই উইকেটকিপার ব্যাটারকে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে কুমিল্লা দলে নিয়ে তাওহিদ হৃদয়কে। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতানো এই ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে নেয় কুমিল্লা। এবার একই পথে হাঁটল রিজওয়ানের বেলায়ও। এই দুজনকে দলে ভেড়ানোর পাশপাশি ধরে রাখা ৩ ক্রিকেটারের তালিকাও নিশ্চিত করেছে কুমিল্লা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে খেলা লিটন দাস, মুস্তারিজুর রহমান ও তানভীর ইসলামকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্সরা।
Comilla Victorians retained Mohammad Rizwan for BPL 2024.#BPL #Cricket #T20Cricket #Bangladesh #Pakistan #Rizwan #snpsports24 #followus pic.twitter.com/kNQuLGnpm1
— SNPSports24 (@SnpSports24) September 19, 2023
এদিকে আগামী আসরের প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে এই ড্রাফট। এরপর আগামী ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতাটির এবারের আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post