নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। আগামী ৭ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। আসর শুরুর আগে নিজেদের অধিনায়ক চূড়ান্ত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এবারের বিপিএলে এই দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার নাসির হোসেন। এর আগে বিপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। ২০১৭ বিপিএলের পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের অধিনায়ক ছিলেন নাসির।
এবারের বিপিএলের জন্য সরাসরি চুক্তি বা ড্রাফট থেকে খুব বেশি বড় নাম নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে ভেড়াতে পারেনি ঢাকা। দলটির তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকাররা। এরমধ্যে তাসকিন ছাড়া বাকিরা জাতীয় দলের বাইরে রয়েছেন বেশ কিছুদিন ধরে। অধিনায়কের দায়িত্ব পাওয়া নাসির সবশেষ জাতীয় দলে খেলেছে চার বছর আগে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে শান মাসুদ, চামিকা করুণারত্নে, আহমেদ শেহজাদরা রয়েছেন দলে। তবে তাদের ওপর বিশ্বাস না রেখে বরং নাসিরকেই বেছে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এদিকে নাসিরের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিনকে।
ঢাকা ডমিনেটর্স স্কোয়াড- তাসকিন আহমেদ, চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা) দিলশান মুনাভিরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, আরিফুল হক, মনির হোসেন খান, মুক্তার আলী, মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন, উসমান ঘানি (উইন্ডিজ), সালমান ইরশাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post