স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রসার ঘটছে বাংলাদেশের নারী ক্রিকেটেরও। একইসাথে প্রসার ঘটছে এবার নারী আম্পায়ারিংয়ের। দেশের একমাত্র লিস্ট ‘এ’ মানের ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা গেছে নারী আম্পায়ারদের। এছাড়াও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি নারী আম্পায়ার কাজ করেছেন। এবার নারী আম্পায়ারদের সুযোগটা আরও বাড়িয়ে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে দেখা যেতে পারে নারী আম্পায়ারের। তবে অনফিল্ড আম্পায়ার হিসেবে না’ও দেখা যেতে পারে। আপাতত তৃতীয় বা টিভি আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে বিপিএলে। পরবর্তীতে আসরগুলোতে হয়তো অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে নারীদের।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, ‘অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দিই, প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে কিন্তু। আইসিসি কেন করেছে কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছে সেটা দেখেই করেছে। তারা (আইসিসি) ভেবেছে তারা যথেষ্ট যোগ্য।’
‘তাদের আমরা করব কি পরবর্তী বিপিএলে অনফিল্ড হয়ত নাও দেখতে পারেন। আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে, এর মাঝে (নারী টি-টোয়েন্টি) বিশ্বকাপ আছে। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার, ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে।’ যোগ করেন মিঠু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post