নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে গেছেন খুলনা টাইগার্সের দুই বিদেশি ক্রিকেটার। দুজনই ক্যারিবিয়ান তারকা। শাই হোপ ও ওশানে থমাস বিপিএল ছেড়ে গেছেন।
আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স কর্তৃপক্ষ।
মূলত জাতীয় দলের ব্যস্ততা থাকায় দল ছেড়ে গেছেন এই দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ক্যারিবিয়ানরা। দুই ম্যাচের টেস্ট চলছে। এরপর শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি। রঙিন পোশাকে সেই সিরিজে খেলবেন হোপ ও থমাস।
আর এর জন্যই শনিবারই বাংলাদেশ ত্যাগ করেছেন তারা। তবে এতে খুব একটা ক্ষতি হবে খুলনা টাইগার্সের। কারণ দলে যথেষ্ট বিকল্প রয়েছে। এছাড়া বিপিএলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয় নিয়ে ৬ পয়েন্ট তাদের নামের পাশে। এখন পর্যন্ত বিপিএলে তারাই একমাত্র অপরাজিত দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post